গৌরীপুরে কারাতে প্রশিক্ষণ কেন্দ্রের শুভ উদ্বোধন

ময়মনসিংহের গৌরীপুরে কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় শুরু হয়েছে শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণ। বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ উপজেলা পরিষদ চত্বরে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময় আলোচনা সভায় হাসান মারুফ বলেন, আত্মরক্ষার কলা-কৌশল শেখানোর পাশাপাশি শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, ধৈর্যশীলতা, শারিরীক বিকাশের ক্ষেত্রে একজন মানুষকে সব দিক থেকে এগিয়ে নিতে সাহায্য করে কারাতে। এজন্য শিক্ষার্থীদের পড়াশোনা মনোযোগী হবার পাশাপাশি কারাতে প্রশিক্ষণে অংশগ্রহনের পরামর্শ দেন তিনি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নিকহাত আরা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন প্রমুখ।
সুলতানা বেগম আকন্দ জানান, উপজেলার ১১টি কিশোর-কিশোরী ক্লাবে ৩১০ জন শিক্ষার্থীকে ২০২৩ সন পর্যন্ত এ কারাতে প্রশিক্ষণ দেয়া হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: