ভূমিকম্পে নিখোঁজের ১৭ দিন পর এক ব্যক্তিকে জীবিত উদ্ধার

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের দীর্ঘ পর ১৭ দিন ধরে পাহাড়ে নিখোঁজ এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় এক গ্রামবাসী তাকে সামান্য আহত অবস্থায় জীবিত উদ্ধার করেছে। এর আগে গত (সোমবার) ৫ সেপ্টেম্বর দেশটির সিচুয়ান প্রদেশে শক্তিশালী ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে অন্তত ৯৩ জন নিহত ও আরও চার শতাধিক আহত হন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিচুয়ানের জলবিদ্যুৎ কেন্দ্রে কর্তব্যরত ছিলেন গ্যান ইউ নামের ওই ব্যক্তি।
একাধিক ব্রিটিশ গণমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, ভূমিকম্পের সময় অন্যদের সাহায্য করার জন্য সেখানে ছিলেন তিনি। কিন্তু চশমা হারিয়ে যাওয়ায় উঁচুনিচু পাহাড়ি এলাকা দিয়ে নিরাপদ স্থানে যেতে অনেক চড়াই-উৎড়াই পোহাতে হয় তাকে। বুধবার স্থানীয় একজন গ্রামবাসী ভূমিকম্পের ১৭ দিন পর তাকে পাহাড়ের এক স্থানে দেখতে পান। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
দেশটির সংবাদমাধ্যম বলছে, গ্যান ও তার সহকর্মী লুও ইয়ং আহত সহকর্মীদের প্রাথমিক চিকিৎসা দিতে এবং বাঁধ থেকে পানি ছেড়ে বন্যা প্রতিরোধে সহায়তা করার জন্য গত ৫ সেপ্টেম্বর ওয়ানডং জলবিদ্যুৎ কেন্দ্রে অবস্থান করেন। পরে তারা ওই এলাকা থেকে নিরাপদ স্থানে যাওয়ার জন্য জলবিদ্যুৎ কেন্দ্রের আশপাশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় হাঁটেন। কিন্তু গ্যান চোখে অত্যন্ত কম দেখেন এবং ভূমিকম্পের সময় চশমা হারিয়ে ফেলেন। যে কারণে তিনি পাহাড়ি রাস্তা চিনতে ব্যর্থ হন বলে চীনের রাষ্ট্রায়ত্ত রেডিও স্টেশন চায়না ন্যাশনাল রেডিও (সিএনআর) জানিয়েছে।
পরবর্তীতে ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত ওই এলাকায় উদ্ধারকারীরা জীবিতদের সন্ধানে তল্লাশি শুরু করেন। পরে ওই দুই ব্যক্তি সাহায্যের জন্য সংকেত দেওয়ার ব্যর্থ চেষ্টা করেন। লুও ইয়ং সিএনআরকে বলেন, আমরা জামাকাপড় খুলে ফেলে গাছের ডালে বেঁধে চারপাশে উড়াতে লাগলাম। পরে গ্যানকে সেখানে রেখে সাহায্যের আশায় পাহাড়ে বেরিয়ে পড়েন লুও। সেখানে বাঁশের পাতা দিয়ে তৈরি একটি বিছানায় গ্যানকে রেখে যান তিনি। এ সময় গ্যানকে পাহাড়ি কিছু ফল এবং বাঁশের অঙ্কুর খেতে দেন তিনি। উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আগুন জ্বালান লুও। এই আগুনের সূত্র ধরে ঘটনাস্থল থেকে গত ৮ সেপ্টেম্বর লুও উদ্ধার করা হয়। গ্যানকে যেখানে রেখে এসেছিলেন লুও, তিন দিন পর সেখানে গিয়ে তাকে আর পাননি তিনি।
তবে উদ্ধারকারীরা ওই স্থানে গিয়ে কিছু পরিত্যক্ত পোশাক খুঁজে পান। তারা ধারণা করেছিলেন, গ্যান হয়তো হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন।চলতি সপ্তাহে ওয়ানডং জলবিদ্যুৎ কেন্দ্রের কাছাকাছি এলাকায় বসবাসকারী একজন কৃষক তার স্থানীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে গ্যানের খোঁজ শুরু করেন। তল্লাশি শুরুর কয়েক ঘণ্টা পর তিনি গ্যানের কান্নার শব্দ শুনতে পান। পরে তাকে একটি গাছের নিচে পাওয়া যায়। পরবর্তীতে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে গ্যানকে একটি হাসপাতালে নিয়ে যান; যেখানে তার ভাঙা হাড়ের চিকিৎসা চলছে। সূত্র: বিবিসি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: