জলবায়ু পরিবর্তনে দায়ী অধিক কার্বণ নিঃসরণকারী দেশগুলোকে লাল কার্ড দেখালো সাংবাদিকরা

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৮ পিএম

মাছুম বিল্লাহ, শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার শ্যামনগরের উপকূলীয় এলাকা পরিদর্শন শেষে যথাযথ ক্ষতিপূরণের দাবিতে অধিক কার্বণ নিঃসরণকারী দেশগুলোকে লাল কার্ড প্রদর্শন করেছেন ২৫ সাংবাদিক। শনিবার (২৪ সেপ্টেম্বর) শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়ীতে সারিবদ্ধভাবে দাড়িয়ে প্রতিবাদসরূপ কার্বণ নিঃসরণকারী দেশগুলোর প্রতি লাল কার্ড প্রদর্শন করেন তারা।

এর আগে গবেষণা প্রতিষ্ঠান বারসিকের ব্যবস্থাপনায় সিনিয়র সাংবাদিক সামিউল মনিরের নেতৃত্বে ২৫জন সাংবাদিকের এই টিমটি জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত ও সবচেয়ে ঝুঁকিপূণ হিসেবে বিবেচিত শ্যামনগরের উপকূলীয় এলাকা পরিদর্শন করেন। এসময় পরিদর্শনকারী দলটি জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে শ্যামনগর উপকূল বার বার প্রাকৃতিক দুর্ভোগের শিকার হচ্ছে।

এতে উপকূল রক্ষা বাঁধ ভেঙে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। লবণাক্ততা বৃদ্ধিসহ হুমকির মুখে পড়েছে উপকূলীয় এলাকার কৃষি প্রাণ বৈচিত্র্য। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় উন্নত দেশগুলো প্রতিশ্রুত ক্ষতিপূরণ প্রদানে গড়িমসি করছে। এসবের প্রতিবাদ সরূপ সাংবাদিকরা জলবায়ু পরিবর্তনের জন্য প্রতিশ্রুত ক্ষতিপূরণ আদায় ও কার্বন নিঃসরণের হার কমানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি লাল কার্ড প্রদর্শন করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: