টাঙ্গাইলে ‘শিক্ষায় মেটাভারসঃ বাধা ও সুবিধা’ শীর্ষক সেমিনার

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৯ পিএম

মোঃ রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল থেকে: টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির উদ্যোগে মেটাভারস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ক্লাস, ল্যাব, পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম সহজ করার লক্ষ্যে ‘শিক্ষায় মেটাভারসঃ বাধা ও সুবিধা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১১ টায় এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবং সেমিনারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেন।

সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মোঃ রশিদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ড. মুহাম্মদ উমর ফারুক। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলামসহ বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: