বাগেরহাটে বিশ্ব নদী দিবস পালিত

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৪:৪০ পিএম

বাগেরহাটে নানা আয়োজনে বিশ্ব নদী দিবস পালিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ হাফিজ আল আসাদ। এসময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অধ্যাপক বুলবুল কবীর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নীহার রঞ্জণ সাহা, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আকরাম হোসেন, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদুজ্জামানসহ বিভন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় নদী রক্ষার জন্য স্থানীয় পর্যায়ে নিজেদের করণীয় ও বিভিন্ন সুপারিশ তুলে ধরেন বক্তারা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: