টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:২০ পিএম

দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস হয়ে গেছে ইতোমধ্যেই। প্রথম ম্যাচে টসে হেরেছেন অধিনায়ক নুরুল হাসান। আগে ব্যাটিং করবে বাংলাদেশ। আরব আমিরাত টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে সফর করছে। সেই সিরিজে লাল সবুজের প্রতিনিধিরা খেলবে দুই ম্যাচ। তারই প্রথম ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হয়েছে স্বাগতিক আমিরাতের।

তবে প্রথম ম্যাচে টস ভাগ্যটা সঙ্গ দেয়নি বাংলাদেশকে। অধিনায়ক নুরুল হাসান সোহান হেরেছেন টসে। আমিরাতের বুকে টস জিতলেই যে দৃশ্য নিয়মিত দেখা যায়, সেটা দেখা গেছে আজও। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতে দুবার ভাবেননি আমিরাত অধিনায়ক রিজওয়ান।

এই ম্যাচ দিয়ে বাংলাদেশ একাদশে ফিরেছেন অধিনায়ক নুরুল হাসান, লিটন দাস, শরিফুল ইসলাম, সাইফউদ্দিন, ইয়াসির আলী। দ্বাদশ ব্যক্তি হিসেবে আছেন নাসুম আহমেদ।

বাংলাদেশ একাদশ- নুরুল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, লিটন দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান। নাসুম আহমেদ (দ্বাদশ ব্যক্তি)।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: