কুমিল্লা জেলা পরিষদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যানসহ ৭ জন

কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন ৭জন। এর মধ্যে চেয়ারম্যান, পাঁচজন সাধারণ সদস্য এবং একজন সংরক্ষিত নারী সদস্য। রোববার শেষ দিনে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। তাঁদের ১০ জন সাধারণ সদস্য এবং ২ জন সংরক্ষিত নারী সদস্য।
কুমিল্লা জেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুজিবুর রহমান বাবলু। সদস্য পদে ৩ নম্বর ওয়ার্ডের নাসিম ইউসুফ রেইন, ৯ নম্বর ওয়ার্ডে আবদুল্লাহ আল মাহমুদ সহিদ, ১২ নম্বর ওয়ার্ডে আবদুল কাইয়ুম চৌধুরী, ১৩ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমান মজুমদার এবং ১৬ নম্বর ওয়ার্ডে আবদুর রহিম। এ ছাড়া সংরক্ষিত ওয়ার্ড ৫ নম্বরে বিজয়ী হতে যাচ্ছেন তানজিনা আক্তার।
আজ মনোনয়নপত্র প্রত্যাহার করেন—সংরক্ষিত ৪ নম্বর ওয়ার্ডে শামীমা আক্তার চৌধুরী, ৬ নম্বর ওয়ার্ডে সালমা আক্তার। সাধারণ ২ নম্বর ওয়ার্ডে আতিকুর রহমান, মজিবুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে ওমর ফারুক, মনির হোসেন, ৪ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, মো. সুমন, ৭ নম্বর ওয়ার্ডে কাজী আখলাকুর রহমান, আমির হোসেন চৌধুরী, মো. মুজিবুর রহমান, ১০ নম্বর ওয়ার্ডে মো. বিল্লাল হোসেন ভূইয়া।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: