প্রতিষ্ঠার ২৩ বছরে পা দিলো রাবির সংগীত বিভাগ

নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সংগীত বিভাগের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবন চত্বরে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। উদ্বোধনী অনুষ্ঠানের পর সেখানে নৃত্য ও সংগীত পরিবেশন হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, দেশে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমাদের শিল্প-সাহিত্য-সংস্কৃতির ক্ষেত্রেও এগিয়ে যেতে হবে। সে ক্ষেত্রে সংগীত বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
তিনি সংগীতের প্রয়োগকলার পাশাপাশি এর মৌলিক ও তাত্ত্বিক বিষয়ে পঠন-পাঠনের প্রতিও গুরুত্বারোপ করে এই বিভাগে একটি ফোনেটিক (ধ্বনি) ল্যাব প্রতিষ্ঠার পরিকল্পনার উদ্যোগ নিতে বিভাগকে আহ্বান জানান।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, আজ বাংলাদেশে শহর-গ্রামগঞ্জে শিল্প-সংস্কৃতির ক্ষেত্রে এক জাগরণ সৃষ্টি হয়েছে। আমাদের সংগীত বিভাগ সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংগীত বিভাগের সভাপতি শায়লা তাসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে প্রমুখ।
শাকিল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: