পাবনায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার, স্বামী পলাতক

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২২, ০৮:৪৮ পিএম

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে শিউল খাতুন (২৮) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে রুপপুর ইউনিয়নের কাঁঠালডাঙ্গি গ্রামে নিজ শয়নকক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে স্বামী বিদ্যুৎ হোসেন (৩৮) পলাতক রয়েছে।

প্রতিবেশীরা জানান, বিদ্যুৎ মালয়েশিয়া থেকে সাত-আটমাস আগে দেশে ফিরে তার দ্বিতীয় স্ত্রী শিউলি খাতুনের বাবা তোজাম্মেল শেখের বাড়িতে উঠেন। তারপর থেকে তাঁরা একত্রে বসবাস করে আসছিলেন। শনিবার দিবাগম রাত বারোটা দিকে স্বামী স্ত্রী একই ঘরে ঘুমিয়ে পড়েন বলে শিউলির পরিবারের লোকজন জানান। রাতের কোনো এক সময় শিউলিকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তাদের ধারণা।

সকালে শিউলির গলাকাটা লাশ ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন আমিপুর থানা পুলিশকে খবর দেন। ঘটনার পরে থেকে স্বামী বিদ্যুৎ পলাতক রয়েছেন। আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, তারা এলাকাবাসী ও পরিবারের সদস্যদের দেয়া খবরের সূত্র ধরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। এ বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। স্বামী বিদ্যুৎ কে গ্রেফতার করার পর হত্যার রহস্য জানা যাবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: