প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

আবুল বাশার শেখ

ভালুকা, ময়মনসিংহ প্রতিনিধি

ভালুকায় ড্রাম ট্রাকের পেছনে লবন বোঝাই ট্রাকের ধাক্কা নিহত একজন

   
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ২৬ সেপ্টেম্বর ২০২২

ময়মনসিংহের ভালুকায় ড্রাম ট্রাকের পেছনে লবন বোঝাই ট্রাকের ধাক্কায় মো. রফিকুল ইসলাম নামে এক ড্রাইভার নিহত হয়েছেন। আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার সিডস্টোর বাজার এলাকায় ওই দুর্ঘটনাটি ঘটে। নিহত মো. রফিকুল ইসলাম তারাকান্দা থানার বকশিমূল গ্রামের আক্কাছ আলীর ছেলে।

খবর পেয়ে ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ নিহতের লাশটি উদ্ধার করে। ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সময় লবন বোঝাই ট্রাকটি চালাচ্ছিলেন ড্রাইভার রফিকের ভাগিনা জুয়েল এবং ওই সময় ড্রাইভার রফিক তার পাশে বসা ছিলেন। এক পর্যায়ে সিডস্টোর বাসস্ট্যান্ড এলাকায় পৌছলে লবন বোঝাই ট্রাকটি একটি ড্রাম ট্রাকের পেছেনে ধাক্কা দেয়। এতে, ড্রাইভার রফিক ঘটনাস্থলেই মারা যান। ভরাডোবা হাইওয়ে থানা পুলিশের ইন্সপেক্টর রিয়াদ মাহমুদ জানান, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে। ড্রাম ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।

শাকিল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: