মেয়র হলে একটি পরিকল্পিত সিটি উপহার দিব রংপুরবাসীকে: সফি

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২২, ১১:৫৪ পিএম

রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি বলেছেন, আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা মার্কা নিয়ে মেয়র নির্বাচিত হলে একটি পরিকল্পিত নগর উপহার দিব রংপুর বাসীকে।

সোমবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর মাহিগঞ্জ বাজারে পরিকল্পিত নগর উন্নয়ন কমিটি রংপুর আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সফি বলেন, উন্নয়ন সম্ভাবনাময় রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন করতে হলে শতবছরের একটি পরিকল্পনা দরকার। অথচ সিটি কর্পোরেশন প্রতিষ্ঠার দশ বছর হলেও একটি মাস্টার প্লান করা সম্ভব হয়নি। অদক্ষ ও দূর্বল জনপ্রতিনিধির কারনে সারাদেশের অন্যান্য সিটি কর্পোরেশনের উন্নয়নের সাথে পাল্লা দিয়ে উন্নয়ন সম্ভব হয়নি রংপুর সিটির।

তিনি আরও বলেন, আমি সকলের সহযোগিতা চাই।আগামীতে নৌকা মার্কা নিয়ে আপনাদের ভোটে জয়ী হয়ে রংপুর সিটির উন্নয়ন কাঁধে তুলে নিতে চাই। একটি আধুনিক সিটি কর্পোরেশন উপহার দিতে চাই রংপুর নগর বাসীকে।

নাগরিক সমাবেশে বীর মুক্তিযোদ্ধা রাম কৃঞ্চ সোমালির সভাপতিত্বে ও শাহাদাৎ হোসেন লিখন সঞ্চলনায় আরও বক্তব্য দেন, মহানগর আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এ্যাড. বিভূতি-ভূষণ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেদী হাসান জাহাঙ্গীর, শ্রম বিষয়ক সম্পাদক হাসানুজ্জামান নান্নু, যুব ক্রীড়া সম্পাদক খায়রুল কবির চাঁদ, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, মাহিগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি তাজুল ইসলাম, হাজীর হাট থানা আ'লীগের সভাপতি আতাউর রহমান, পশুরাম থানা আ'লীগের সাধারন সম্পাদক মামুনুর রশীদ, হারাগাছ থানা আ'লীগের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি শাফিউর রহমান স্বাধীন, মাহিগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সালেহ আহমেদ মোল্লা, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ টিটু, সাতমাথা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ বাচ্চু, সাধারন সম্পাদক তপু মিয়া, মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুল হামিদ, প্রমুখ।

পরে নাগরিক সমাবেশ শেষে মাহিগঞ্জ বাজারে নৌকা মার্কার পক্ষে গণসংযোগ করেন আওয়ামী লীগ নেতা সাফিউর রহমান সফি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: