আরিফ জাওয়াদ

ঢাবি প্রতিনিধি

ছাত্রলীগের বাধার মুখে ছাত্রদল, আহত ৭

   
প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ, ২৭ সেপ্টেম্বর ২০২২

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ করতে এসে ছাত্রলীগের হামলার মুখে পড়ে পিছু হটেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় তাদের ৭ জন আহত হওয়ার প্রাথমিক খবর পাওয়া গেছে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদলের নতুন কমিটির নেতারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্যে সাক্ষাত করতে ক্যাম্পাসে আসবেন— এমন খবরে ক্যাম্পাস ও ক্যাম্পাসের প্রবেশমুখগুলোতে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ঢাবি ক্যাম্পাসে এই চিত্র দেখা যায়।

এদিকে ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল জানান, তারা যেকোনো মূল্যে ক্যাম্পাসে প্রবেশ করবেন এবং উপাচার্যের সঙ্গে দেখা করবেন।

ইমদাদ/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: