আরব আমিরাতকে ১৭০ রানের টার্গেট দিল বাংলাদেশ

ছবি - সংগৃহীত
আরব আমিরাতকে ১৭০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। দুবাইয়ে অনুষ্ঠিত দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির শুরুতে বাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল।
টসে জিতে আমিরাতের দলনেতা রিজওয়ান বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানান। এরপর ব্যাট করতে নেমে ব্যাট করতে নেমে ৯ বলে ১২ রান করে আউট হন ওপেনার সাব্বির রহমান। পরের উইকেটে এসে ২০ বলে ২৫ রান তুলেছেন লিটন কুমার দাস।
তৃতীয় উইকেটে মিরাজ-আফিফ মিলে দলকে এগিয়ে নিতে থাকেন। তবে বেশিক্ষণ খেলতে পারেননি আফিফ। তার ইনিংস থেমেছে ১০ বলে ১৮ রানে। মোসাদ্দেক এসে ২২ বল খেলে করেন ২৭ রান। আর ওপেনিংয়ে খেলতে নামা মেহেদি হাসান মিরাজ আউট হয়েছেন ৩৭ বলে ৪৬ রানে।
এরপর দলনেতা নুরুল হাসান সোহানকে নিয়ে ইনিংস শেষ করেন ইয়াসির আলি রাব্বী। ২১ রানে ইয়াসির আলি ও ১৯ রানে সোহান অপরাজিত থাকেন।
আশরাফুল/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: