হারানো শিশু আঁখিকে মায়ের কাছে হস্তান্তর করলো পুলিশ

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০২:১২ পিএম

শিশু আঁখি মনিকে তার মায়ের নিকট হস্তান্তর করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা। আজ বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে তিন বছরের শিশু আঁখির মা থানায় এসে আঁখিকে বুঝে নেন৷ এর আগে গতকাল মঙ্গলবার চাষাঢ়ায় আঁখিকে একা পেয়ে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে পুলিশ।

পরবর্তীতে তার অভিভাবকদের খোঁজে ওসি (সদর) আনিচুর রহমান মোল্লার নেতৃত্বে ব্যাপক প্রচারণা চালানো হয়৷ শিশুসন্তানকে খুঁজে পেয়ে আঁখির মা পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: