যখন শুনলাম মিরাজ-সাব্বির ওপেন করবে, আমি তো অবাক: পাপন

এশিয়া কাপের শেষ ম্যাচ ও সংযুক্ত আমিরাতের বিপক্ষে দুই ম্যাচেই বাংলাদেশ দলের ওপেনিংয়ে ছিলেন মেহেদি মিরাজ ও সাব্বির রহমান জুটি। এই তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাব্বির রহমান। তুলনামুলক ভালো করেছেন মিরাজ।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কেক কাটার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন কথা বলেছেন ক্রিকেট নিয়ে।
তিনি বলেন, ‘যখন শুনলাম মেহেদী হাসান মিরাজ ও সাব্বিরের ওপেনিংয়ে নামবে, আমি তো অবাক। আমি শুধু বলেছিলাম, আমি সাব্বিরকে কখনো ওপেন করতে শুনি নাই। আমাকে বলল, একটা ম্যাচে করেছে। আমার ধারণা, এগুলো ট্রায়াল দিচ্ছে এবং নিউজিল্যান্ডে গিয়ে আরও কিছু ট্রাই করবে। এরপর ঠিক করবে। বিশ্বকাপে এবার যে দল খেলবে এটাকে আমরা কন্টিনিউ করবো তা না, এক বছর পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত। ’
একটা সময় দলের কম্পিনেশন সাজাতে হিমশিম খেলেও এখন অনেক অপশন আছে বলে মনে করেন বিসিবি প্রধান, ‘আমাদের দলের কম্বিনেশনটাই বানানো যাচ্ছিল না। আমাদের একটা আইডিয়া ছিল যে নতুন নতুন কিছু ছেলে ঢুকাতে হবে। এটা ছিল প্রথম প্লান। দেখেন আমরা এখন সাকিব ছাড়া মোটামুটি সবাই একেবারে নতুন না হলেও পরের (জেনারেশন)। এরমধ্যে কয়েকটা ছেলের খেলা তো অসম্ভব ভালো লাগে, মানে লিটন দাসের খেলা যেমন ভালো লাগত, এখনো লাগে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে আফিফের ব্যাটিং দেখতেই ভালো লাগে। তার মানে তো এই না যে সে প্রত্যেকদিন রান করবে, সেটা বলছি না। সোহানের খেলা দেখতে খুবই ভালো লাগে। মেহেদী হাসান মিরাজের মতো খেলোয়াড় যে টি-টোয়েন্টিতে আমরা নিতামই না কখনো, এখন সাংঘাতিক ইম্প্যাক্ট খেলার মধ্যে থাকে, হয় ফিল্ডিংয়ে, না হয় বোলিংয়ে না হয় ব্যাটিংয়ে। কোথাও না কোথাও সে কিছু একটা করছে। এখন অনেকগুলো অপশন। ’
পেস বোলিংয়ে বাংলাদেশের ভরসা মুস্তাফিজুর রহমান ফর্মে ফিরবে বলে বিশ্বাস পাপনের, ‘মুস্তাফিজ তো নিঃসন্দেহে আমাদের এক নম্বর চয়েজ। আমাদের ধারনা সে কামব্যাক করবে, উচিত। যে মেজর শক্তি ওর ছিল সেটা ইদানিংয়ের ম্যাচে ওর থেকে দেখছি না। তবে সে ফিরবে, ঠিক হয়ে যাবে। ’
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: