কুবিতে গণিত ক্লাবে সভাপতি অলি, সম্পাদক তানজিম

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণিত বিভাগের বিভাগীয় সংগঠন 'গণিত ক্লাবে'র নতুন ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী এস এম অলি উল্লাহ এবং সাধারণ সম্পাদক ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী তানজিম আল বান্নাহ।

বুধবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির আহ্বায়ক ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল মাহবুব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন আলি আহাম্মদ শ্রাবণ, সাংগঠনিক সম্পাদক অভিজিৎ বনিক অভি এবং দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম

প্রসঙ্গত, ৩০ সদস্য বিশিষ্ট এই কমিটি এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: