রেল লাইন ধরে হাটছিল দৃষ্টি, ট্রেন কেড়ে নিল প্রাণ

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১:০৫ এএম

ট্রেনের ধাক্কায় রাজবাড়ী সরকারি কলেজের অনার্সে পড়ুয়া ছাত্রী রেহেনা পারভীন দৃষ্টি (২৩) নিহত হয়েছেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা পারভীন দৃষ্টি রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা টিএ্যান্ডটি পাড়ার মৃত রুহুল আমিন ভূঁইয়ার মেয়ে।

রাজবাড়ী রেলওয়ে থানা ও নিহতের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যার দিকে দৃষ্টি রাজবাড়ী বাজারের ২নং রেলগেট এলাকার অদূরে রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাবার সময় গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদাহগামী ট্রেনের সঙ্গে ধাক্কা খায়। উদ্ধার করে তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার পথেই দৃষ্টি মারা যায়। বিষয়টি রাজবাড়ী থানা কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: