প্রশাসনের নির্দেশে অবৈধ বানা উচ্ছেদ করলেন ইউপি চেয়ারম্যান

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৬ পিএম

নাটোরের সিংড়ার তাজপুর ইউনিয়নে আত্রাই নদীর পাশে পানি প্রবাহ বন্ধ করে এলাকার প্রভাবশালীরা মাছ ধরে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে (২৯ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এম.এম সামিরুল ইসলাম এর নির্দেশে অবৈধ বানা উচ্ছেদ করেন তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন।

তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানান, পানির স্রোতে বাঁধাগ্রস্থ করে মাছ শিকার করছিলো তারা। অভিযোগের ভিত্তিতে বানাজাল অপসারণ করা হয়। স্রোতে বাঁধাগ্রস্থ করে কোন অবৈধ সুঁতিজাল বা বানাজাল দিয়ে মাছ শিকার করা যাবে না।

এসময় উপস্থিত ছিলেন, সিংড়া মডেল প্রেসক্লাব এর সাংগঠনিক সম্পাদক রবিন খান, সাংবাদিক রাজু আহমেদ প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: