ঘাটাইলে শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৫:৩৮ পিএম

শফিকুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে: পূঁজা উদযাপন কমিটির সভাপতি ও সম্পাদকদের উপস্থিতিতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় পূঁজা চলাকালীন সময়ের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালপুর সার্কেল) মো. সোহেল রানা।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন থানা ভারপপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার। এ সময় বক্তব্য রাখেন, সাগরদিঘি তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ দুলাল আকন্দ, ঘাটাইল হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূঁজা উদযাপন কমিটির সভাপতি অধীর চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক অমূল্য চন্দ্র আর্য্য, সহ-সভাপতি প্রণতিরায় চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করে ঘাটাইল থানা তদন্ত কর্মকর্তা আব্দুল হক। এ বছর ঘাটাইল উপজেলায় ৭৫ টি পূঁজা মন্ডপে শারদীয় দুর্গাপূঁজা অনুষ্ঠিত হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: