বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়ে বললেন '১৫ মিনিট আগে রাজনীতি ছেড়েছি'

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৫ পিএম

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হয়েছেন। এ নিয়ে শিক্ষা মহলে সমালোচনা শুরু হয়েছে। অনেকেরই প্রশ্ন, কেন ক্ষমতাসীন দলের একজন নেতাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মতো গুরুত্বপূর্ণ পদে বসানো হলো? যদিও বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ওমপ্রকাশ মিশ্র নিজেই উপাচার্যের দায়িত্ব নিয়ে এই রাজনীতির বিষয়টি প্রকাশ করেছেন।

ওমপ্রকাশ মিশ্র বলেন, 'উপাচার্য পদে বসার ১৫ মিনিট আগে আমি রাজনীতি ছেড়ে দিয়েছিলাম। এর সঙ্গে রাজনীতির আর কোনো সম্পর্ক নেই।' এভাবেই তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন। তিনি তার সাথে সমস্ত বিরোধ নিজেই সমাধান করেছিলেন।

প্রসঙ্গত, ওমপ্রকাশ কংগ্রেসের হয়ে কাজ করতেন। যদিও গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলে নাম নথিভুক্ত করেন। এরপর শিলিগুড়ি বিধানসভা আসন থেকেও তৃণমূলের টিকিটে লড়েছিলেন, কিন্তু পরাজিত হন তিনি। সূত্র - হিন্দুস্থান টাইমস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: