পরিচয় মিলেছে গলায় কলসি বাঁধা সেই লাশের

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০৯:৫২ পিএম

নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে উদ্ধারকৃত অজ্ঞাতনামা নারীর লাশের পরিচয় মিলেছে। মৃত ওই নারীর নাম মনোয়ারা বেগম (৫১) বলে জানা গেছে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার অলংকারপুর গ্রামের মৃত আব্দুল গনির স্ত্রী তিনি। মৃতের ছেলে হুমায়ুন কবির ও চাচা সালাম মন্ডল লাশ দেখে তাকে শনাক্ত করেছেন।

মৃতের স্বজনরা জানান, মানসিক ভারসাম্যহীন মনোয়ারা বেগম ২৫ সেপ্টেম্বর দুপুরে পার্শ্ববর্তী গড়াই নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। পরবর্তীতে বিভিন্ন স্থানে খুজাখুঁজি করে না পেয়ে মিডিয়ার মাধ্যমে জানতে পারেন কালিয়ার বারোই পাড়া শ্মসান ঘাটে অজ্ঞাত নারীর উদ্ধার করেছে পুলিশ। অতঃপর বালিয়াকান্দি থানায় একটি মিসিং ডায়েরী করে কালিয়া থানায় আসেন।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেন, এ ঘটনায় কালিয়া থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মামলা নং-২৩। ময়না তদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: