ভোরে ভূমিকম্পে কাঁপল সিলেট

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৩ পিএম

ভোর রাতে মাঝারি মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট অঞ্চল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল পাশের দেশ মিয়ানমার। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ শুক্রবার (৩০ সেপ্টেম্বর) ভোর ৪টা ২২ মিনিটে মাঝারি মাত্রার এ ভূমিকম্প হয়েছে।

সিলেটে কম্পনের স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড উল্লেখ করে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাইদ আহমেদ চৌধুরী জানিয়েছেন, ভূমিকস্পের উৎপত্তি স্থল রাজধানী ঢাকা থেকে ৪৭১ কিলোমিটার পূর্বে মিয়ানমারের মাওলাইক জেলায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।

এর আগে গত মে মাসে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প হয় মিয়ানমারের ফালাম শহরে। যার প্রভাব পড়ে বাংলাদেশের দক্ষিণ-পূর্বের পার্বত্যাঞ্চলে। শুক্রবার ভোরের ভূমিকম্পে সিলেটে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভোররাতে অনেকে ঘুম থেকে উঠে ছোটাছুটি করেন বলে বিভিন্ন এলাকার লোকজন জানিয়েছেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: