নড়াইলে এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

নড়াইলে জিহাদ মোল্যা নামে এক এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত জিহাদ মোল্যা নড়াইলের মাছিমদিয়া গ্রামের মো.ইবাদুল মোল্যার ছেলে। সে আউড়িয়ার এপিবিএসএল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেছে।
আহতের স্বজন সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিক্ষা দিতে যান জিহাদ। পরিক্ষা শেষে বের হলে স্কুল গেটের সামনেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে সহপাঠিরা তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। এর আগে এসএসসি পরিক্ষার দ্বিতীয় দিন অন্য স্কুলের কয়েকজন শিক্ষার্থীদের সাথে স্কুলের ভিতরে ঢোকা নিয়ে ধাক্কাধাক্কি ও বাকবিতন্ডতা হয়। তারাই এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছে পরিবারের লোকজন।
নড়াইল সদর থানার কর্তব্যরত ডিউটি অফিসার জানান, এ ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসেনি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, যশোর বোর্ডের প্রশ্নপত্র ফাস হওয়ার কারণে বাতিল হওয়া বাংলা-২ পত্র এমসিকিউ পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: