ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৪০ জন হাসপাতালে

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৫৭ পিএম

দেশে গত ২৪ ঘন্টায় আরও ২৪০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এদিন কেউ মারা যায়নি। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৫০ জন এবং ঢাকার বাইরে ৯০ জন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৯১৬ জন।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৯২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৪ হাজার ১২০ জন। মারা গেছেন ৫৫ জন। প্রসঙ্গত, ২০২১ সালে সারা দেশে 28 হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: