করতোয়ায় নৌকাডুবি ঘটনায় সপ্তম দিনের উদ্ধার অভিযান চলছে

পঞ্চগড়ের বোদায় করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ তিনজনকে উদ্ধারে সপ্তম দিনের অভিযান শুরু হয়েছে। শনিবার (১ অক্টোবর) সকাল ৬টা থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা অভিযান শুরু করেন। এ পর্যন্ত ৬৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শিশুসহ তিনজন এখনো নিখোঁজ রয়েছে। নিহতদের মধ্যে ১৮ জন পুরুষ, ৩০ জন নারী ও ২১ জন শিশু রয়েছে।
পঞ্চগড় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক শেখ মাহাবুবুল আলম জানান, করতোয়া থেকে আত্রাই পর্যন্ত ৪২ কিলোমিটার এলাকায় উদ্ধার অভিযান চলছে। ১২ টি ইউনিট এই অভিযানে অংশ নিয়েছে।
প্রসঙ্গত, গত রবিবার (২৫ সেপ্টেম্বর) মহালয়া উপলক্ষে পাঁচপীর, বোদা, মাড়েয়া, ব্যাঙহারি এসব এলাকার সনাতন ধর্মাবলম্বীরা নৌকায় করে বদেশ্বরী মন্দিরে যাচ্ছিলেন। এ সময় নৌকায় অতিরিক্ত যাত্রী ছিল। এ কারণে মাঝ নদীতে পৌঁছানোর পর যাত্রীর চাপে নৌকা ডুবে যায়। অনেকে সাঁতার কেটে তীরে উঠতে পারলেও সাঁতার না জানা নারী ও শিশুরা ডুবে যায়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: