ঢাকসাসের উদ্যোগে উচ্চারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ০২:০৫ পিএম

ওমর ফারুক, ঢাকা কলেজ থেকে: ঢাকা কলেজ সাংবাদিক সমিতি (ঢাকসাস)'র উদ্যোগে উচ্চারণ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১ অক্টোবর) ঢাকা কলেজ আ. ন. ম. নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালা পরিচালনা করেন চায়না ইন্টারন্যাশনাল রেডিও'র জ্যেষ্ঠ প্রতিবেদক সাজিদ রাজু। কর্মশালাটি সকাল ১০ টায় শুরু হয়। যা প্রায় তিন ঘন্টাব্যাপী চলে। কর্মাশালায় প্রায় অর্ধশতাধিক প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। কর্মশালায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছাড়াও সাত কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি এ জেড ভূঁইয়া আনাস কর্মশালার শুরুর বক্তব্যে বলেন, আমাদের নবীন সাংবাদিকরা যাতে সাংবাদিকতার বেসিক বিষয়গুলো আয়ত্ত করতে পারে সেজন্য নিয়মিত কর্মশালা করে থাকি। আগেও আমরা কর্মশালা করেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: