প্রধানমন্ত্রীর জন্মদিনে রংপুরে জন্ম নেওয়া নবজাতকরা পেল উপহার

প্রকাশিত: ০১ অক্টোবর ২০২২, ১০:১৬ পিএম

বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে রংপুরে জন্ম নেয়া নবজাতকরা পেল জেলা স্বেচ্ছাসেবক লীগের উপহার। শনিবার (১ অক্টোবর) সন্ধায় নগরীর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ উপহার গুলো বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন।

প্রতি প্যাকেটে নবজাতকের জন্য পোশাক, ওয়েট টিস্যু, স্যাভলন, ডায়াপার, ফিডারসহ নানা ধরনের উপহার সামগ্রী। এছাড়া এসব শিশুর মায়ের হাতে তুলে দেন বিভিন্ন ফল। হঠাৎ উপহার পেয়ে আনন্দ প্রকাশ করে নবজাতক এর বাবা-মা।

এসময় স্বেচ্ছাসেবক লীগ নেতা মনির হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নির্দেশ জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে নবজাতক এবং তাদের মায়েদের জন্য বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে উপহার সামগ্রী দিয়েছি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: