প্রচ্ছদ / সারাবিশ্ব / বিস্তারিত

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩১

   
প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, ২ অক্টোবর ২০২২

ভারতের উত্তর প্রদেশের কানপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। শনিবার (১ অক্টোবর) রাতে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

এনডিটিভির প্রতিবেদনের তথ্যমতে, প্রথম দুর্ঘটনাটি রাজ্যের ঘাটমপুর এলাকায় ঘটেছে। একটি ট্রাক্টর ৫০ জন তীর্থযাত্রী নিয়ে যাওয়ার সময় রাস্তার পাশের একটি পুকুরে উল্টে যায়। এ সময় ২৬ জনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। ট্র্যাক্টরটি একটি মন্দির থেকে ফিরছিল বলে জানা গেছে।

অপর দুর্ঘটনাটি একই রাজ্যের অহিরওয়ান ফ্লাইওভারের কাছে ঘটেছে। দ্রুতগামী ট্রাক একটি টেম্পোকে ধাক্কা দিলে পাঁচজনের মৃত্যু হয়।

এদিকে তীর্থযাত্রীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। এ ছাড়া আহতদের প্রত্যেকের জন্য ৫০ হাজার রুপি সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

না.হাসান/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: