সিএনজিকে বাচাঁতে গিয়ে বাজারে উঠে যায় ট্রাক, নিহত চার

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৫:১৬ পিএম

সিএনজিকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে উঠে যায়। এতে সাথে সাথে চার জনের মৃত্যু হয়। আহত হয়েছেন আরো পাঁচ ব্যক্তি। রবিবার (২ অক্টোবর) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, রায়পুরা উপজেলার মাহমুদাবাদ মেশিনঘর এলাকার আলাউদ্দিন মিয়ার ছেলে সিদ্দিক মিয়া (৫৫), বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে মো. সিদ্দিক মিয়া (৬২), বেলাব উপজেলার পুরাদিয়া এলাকার আবুল কাশেম এর ছেলে আবুল কালাম সিএনজির যাত্রী। অপর নিহতের নাম পরিচয় এখন পর্যন্ত জানা জায়নি।

ভৈরব হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা ভৈরবমুখী কাঁচামালবাহী ট্রাক মাহমুদাবাদ নামা পাড়া আসার পর বিপরীত দিক ভৈরব থেকে আসা সিএনজিকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ফুটপাতের বাজারে উঠে যায়। এতে ঘটনাস্থলেই সবজি বিক্রেতা ও সিএনজির যাত্রীসহ তিনজন নিহত হন। অপর একজনকে হাসপাতালে নেয়ার পথে মারা যান।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভৈরবসহ আশ পাশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক জানান, হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিনটি লাশ উদ্ধার করে। পরে আরেকজন মারা যাওয়ার খবর পান।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: