পাংশায় শারদীয় উৎসব উপলক্ষে বিট পুলিশিং সভা

প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ০৬:৩৪ পিএম

সুন্দর ভাবে শারদীয় উৎসব পালনের লক্ষে যাতে কোন প্রকার অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় এ জন্য নিয়মিত বিট পুলিশিং সভা করে চলছেন পাংশা মডেল থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় রবিবার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন পরিষদ চত্বরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

মৌরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হাবিবুর রহমান প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌরাট ইউনিয়নের পুজা পরিষদের সভাপতি বাবু উদয় শংকর চক্রবর্তী, সাধারন সম্পাদক বাবু বিষ্ণুপদ ঘোষ, পাংশা সরকারি কলেজ এর প্রভাষক শীব শংকর চক্রবর্তী, মৌরাট ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি মোহাম্মদ আলী, বাগদুলী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ কেছমত আলী শেখ, সাধারন সম্পাদক জনাব হাজী কাওছার, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ কোরবান আলী, ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আজিম উদ্দিন শেখ, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ নাছির উদ্দিন, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলঙ্গীর হোসেন, মৌরাট ইউনিয়নের বিট অফিসার এস আই মোঃ কামাল হোসেন।

এসময় মৌরাট ইউনিয়নের প্রতিটি পূজা মন্দিরের সভাপতি, সেক্রেটারি, সেচ্ছাসেবকবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দসহ এলাকার হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় উৎসব নির্বিঘ্ন করনার্থে প্রতিটি পূজা মন্দিরের সভাপতি ও সেক্রেটারি সহ পূজা মন্ডপের স্বেচ্ছাসেবকদের সরকারি বিভিন্ন নির্দেশনা মেনে চলবেন, যাতে সকলের সহযোগিতায় উৎসব মুখর নিরাপদ পরিবেশে শারদীয় দূর্গাপুজা পালিত হয় এ জন্য আমাদের সকলেরই সচেতন থাকতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: