রাবির আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় ২০২২-২৩ এ চ্যাম্পিয়ন হয়েছেন অর্থনীতি বিভাগ। রানার আপ হয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ। বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার।
রোববার বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অর্থনীতি বিভাগ।
এবারের ফুটবল প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের ৫৮টি বিভাগ অংশগ্রহন করে। সর্বশেষ সেমিফাইনালে ফারসি বিভাগকে ৩-১ গোলে হারিয়ে অর্থনীতি বিভাগ। অন্যদিকে দর্শন বিভাগকে ২-০ গোলে হারিয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ ফাইনালে উঠেন। ফাইনালের ৭০ মিনিটের এ খেলায় দু-দলের মধ্যে কোনো গোল না হওয়ায় টাইব্রেকারে মুখোমুখি হোন এ দুটি দল। টাইব্রেকারে ৩-২ গোলে জয়ী হন অর্থনীতি বিভাগ।
খেলা শেষে চ্যাম্পিয়ন অর্থনীতি বিভাগ, রানার আপ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ এবং ২য় রানার আপ দর্শন বিভাগকে পুরষ্কার বিতরণ করেন উপাচার্য। এছাড়া পুরো টুর্নামেন্টে সুষ্ঠুভাবে খেলার জন্য ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন তিনি।
এসময় বিজয়ী ও রানার আপ উভয় দলকে অভিনন্দন জানিয়ে উপাচার্য ড. গোলাম সাব্বির সাত্তার বলেন, খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখার সবথেকে বড় মাধ্যম। মনকে সুস্থ স্বাভাবিক রাখার জন্য খেলার প্রয়োজন রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা এক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। খেলায় জয় পরাজয় কোনো বিষয় না অংশগ্রহণই মূখ্য বিষয়। কেউ বিজিত নয় সকলেই বিজেতা।
তিনি আরও বলেন, আন্তঃবিভাগ ফুটবল খেলার প্রথম পর্যায়ে বিভিন্ন ঝামেলার কারনে আমি হতাশ হয়েছিলাম কিন্তু ঝামেলার পরও শিক্ষার্থীরা আবার ঘুরে দাঁড়িয়েছে। তোমাদের খেলাধুলা দেখে মনে হয়েছে তোমরা একে অন্যের প্রতি খুবই আন্তরিক। আমরা আগামীতে বিভিন্ন খেলাধুলার আয়োজন নিয়ে ভাবছি। তাতে তোমাদের অংশ গ্রহণই পারে গৌরবময় বিজয় এনে দিতে।
পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার সাব-কমিটির সভাপতি ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক মো. ইলিয়াছ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. সুলতান-উল-ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. অবায়দুর রহমান প্রামানিক (অব.), শরীরচর্চা শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মাদ আছাদুজ্জামান, ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হকসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দসহ প্রায় ৫শতাধিক শিক্ষার্থী খেলা উপভোগ করেন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: