ভোলায় কোভিড-১৯ প্রতিরোধে কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় সভা

কোভিড-১৯ প্রতিরোধের ঝুঁকি যোগাযোগ, সমাজের সম্পৃক্ততা এবং টিকা গ্রহণে উদ্ধুদ্ধকরণ করার লক্ষ্যে কমিউনিটি লিডারদের সাথে মতবিনিময় সভা করেছে "দি হাঙ্গার প্রজেক্ট "। রবিবার (২ অক্টোবর) ভোলা সদর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রের মিলনায়তনে "ইউনিসেফ" এর সহযোগিতায় দিনব্যাপী এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে ভোলা জেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, ইয়ুথ লিডার, হিজড়া সম্প্রদায় নেতা, বেদে সম্প্রদায় নেতাসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা এতে উপস্থিত ছিলেন।
"দি হাঙ্গার প্রজেক্ট" এর ভোলা জেলা সমন্বয়কারী মোঃ আশরাফউদ্দিন উদ্দিন (মামুন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন ভোলা জেলার মাষ্টার ট্রেইনার মাওলানা মোঃ রিয়াজ উদ্দিন কাশেমী।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্প সর্ম্পকে অংশগ্রহণকারীদেরকে ধারণা প্রদান করেন "দি হাঙ্গার প্রজেক্ট " এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ (মিতা)। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তরুণ উদ্যোক্তা ও স্বেচ্ছাসেবী এম শরীফ আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাআদ করিম ও ডাঃ মোসাম্মদ টুম্পা, দি হাঙ্গার প্রজেক্ট এর সহকারী প্রোগ্রাম অফিসার মাহাদী হাসান তানভীর, ভোলা জেলা পূজা উদযাপন পরিষদ কমিটি সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে, ভোলা জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্বাস উদ্দিন, ভোলা সদর উপজেলা বাপ্তা ইউনিয়নের মহিলা সদস্য ঝর্ণা আক্তার, ভোলা সদর উপজেলা হিজলা সম্প্রদায়ের গুরু মা জুই হিজড়া, দৈনিক প্রথম আলো প্রতিনিধি নেয়ামত উল্যাহ, বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ভোলা প্রতিনিধি হাচনাইন আহমেদ (মুন্না), দেশটিভির প্রতিনিধি ছোটন সাহা, ভোলা সদর উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি শান্ত ঘোষ, ব-দ্বীপ ফোরামের প্রধান সমন্বয়কারী মীর মোশাররফ( অমি), হেল্প এন্ড কেয়ার প্রতিষ্ঠাতা অমি আহমেদ, ব্রাক এর প্রতিনিধি মোঃ দেলোয়ার হোসেন, বেদে সম্প্রদায়ের সরদার মোঃ আনসার প্রমুখ।
বক্তব্যে বক্তারা বলেন, মহামারী পৃথিবীতে আসে আমাদের কর্মের মাধ্যমে অর্থাৎ খারাপ কাজের মাধ্যমে। খারাপ কাজের মধ্যে অন্যতম জেনা ব্যভিচার। মানুষ অহরহর জেনা করছে। এখনকার সময়ে এই জগন্য খারাপ কাজকে অনেকে তেমন খারাপ কাজ মনে করছেনা। এই মহামারী থেকে বাঁচতে হলে আমাদেরকে আগে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি করোনার ভয়াবহতা, পঙ্গপালসহ বিভিন্ন সময়ে বিভিন্ন মহামারীর কথা তুলে ধরেন। উপস্থিত সবাইকে করোনার ৩য় ডোজ নিতে আহ্বান জানান এবং পাশাপাশি কমিউনিটির সবাইকে এ ব্যাপারে বলার জন্যও আহ্বান জানান বক্তারা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: