ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, ৫২৫ রোগী হাসপাতালে ভর্তি

   
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, ৩ অক্টোবর ২০২২

ছবি - সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আরও ৫২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন ভর্তি হওয়া ৫২৫ জনের মধ্যে ঢাকায় ৩৫২ এবং ঢাকার বাইরে ১৭৩ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৪৪ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৫৯৮ জন ডেঙ্গু রোগী এবং ঢাকার বাইরে ৫৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ হাজার ৮২০ জন রোগী। এ পর্যন্ত ১৫ হাজার ৬১৫ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এবং ৬১ জন মারা গেছে।

প্রসঙ্গত, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। তাদের মধ্যে ১০৫ জন মারা গেছে।

আশরাফুল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: