আ.লীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ০৯:৩০ এএম

আসাদ গাজী, শরীয়তপুর থেকে: শরীয়তপুরের ডামুড্যায় পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে দলের অপর পক্ষের হামলার শিকার হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

সোমবার (৩ অক্টোবর) রাতে ডামুড্যা পৌর শহরে এ ঘটনা ঘটে। এসময় আব্দুল আউয়াল শামীমের সঙ্গে থাকা শরীয়তপুর জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি বলেন, গোসাইরহাট উপজেলা থেকে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে আজ রাত পৌনে ৮টার দিকে আমার অফিসে নেতাকর্মীসহ নৈশভোজ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম।
এ সময় ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ নেতা জুলহাস মাদবর, কাজল মাদবর, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু মাদবর, জয় মাদবর, ডামুড্যা সরকারি আব্দুর রাজ্জাক কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন মিঠু সহ ১৫-২০ জন লোকজন হামলা করে। তারা শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাকের অনুসারী।

উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, এতে সৈয়দ আব্দুল আউয়াল শামীম ও জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি সজল সিকদারসহ কমপক্ষে ১০ জন আহত হয়। এসময় হামলাকারীরা তার কার্যালয় ভাঙচুর করে এবং নেতাকর্মীদের গালিগালাজ করেন। এ ছাড়া কার্যালয়ের নিচে থাকা গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ সুপার ও জেলা প্রশাসককে জানালে পুলিশ প্রহরায় ভেদরগঞ্জের কার্তিকপুরের বাড়ি ফেরেন আউয়াল শামীম।

এ ব্যাপারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ আব্দুল আউয়াল শামীম বলেন, আমাদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক বলেন, এ ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশকে হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে। দোষী যেই হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

হামলার ব্যাপারে জানতে ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের মোবাইল ফোন করা হলে সাংবাদিক পরিচয় পাওয়ার পর তিনি তা কেটে দেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: