স্ত্রী নিরুদ্দেশ, অভিমানে প্রাণ দিলেন মোস্তফা

প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ০১:৩৯ পিএম

কুমিল্লার তিতাস উপজেলায় স্ত্রীর পরকীয়ার জেরে প্রবাসী এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। নিহত ব্যাক্তির নাম মোস্তাফা (৫০)। তিনি উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহবৃদ্ধি পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় স্ত্রীর ওপর অভিমান করে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন মোস্তফা। তার স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে সংসারের অশান্তি চলত। নিহতের বোন মুবিয়া জানান, প্রায় ১৮ বছর ধরে প্রবাসে ছিলেন মোস্তফা, প্রবাস থেকে দেশে ফেরার পর থেকেই স্ত্রী খারাপ আচরণ করতেন। বিদেশ থেকে পাঠানো টাকা, জমিজমা, বাড়িঘর নিজের নামে করে নিয়েছেন। প্রায়ই স্বামীকে ঘর থেকে বের করে দিয়ে বাইরে থেকে তালা আটকিয়ে নিরুদ্দেশ হয়ে যেতেন। এ নিয়ে একাধিকবার সালিস হয়েছে।

তিনি আরও জানান, পূর্বের ন্যায় সোমবারও তার বাড়িতে সালিস বসেছিল। তবে সালিসে মোস্তফাকে স্ত্রীর আত্মীয়-স্বজন চরম অপমান করেন। তারপর পুনরায় বাইরে থেকে ঘরে তালা ঝুলিয়ে নিরুদ্দেশ হয়ে যায় স্ত্রী। অপমান সইতে না পেরে মোস্তফা আত্মহত্যা করেছেন।তিতাস থানার এসআই ইমরুল হক বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সোমবার রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: