সেনাবাহিনীর সহযোগিতায় বাঘাইহাট-সাজেক সড়কে যান চলাচল শুরু

প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১১:০৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইহাট-সাজেক সড়ক যোগাযোগ ব্যবস্থা। সেনাবাহিনীর তাৎক্ষণিক পদক্ষেপে প্রায় ৮ ঘন্টা পরে যান চলাচল স্বাভাবিক হয় সাজেক সড়কে। এতে ঘটনাস্থলের উভয় পাশে আটকে ভোগান্তিতে পড়ে প্রায় ৪ হাজার পর্যটক।

বুধবার (৫ অক্টোবর) ভোরে হঠাৎ ভারী বৃষ্টিপাতের কারণে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটে। খবর পেয়ে তাৎক্ষণিক সড়কের মাটি সড়িয়ে যান চলাচল স্বাভাবিক করতে আপ্রাণ চেষ্টা চালায় সেনাবাহিনীর সদস্যরা। এরপর দুপুর ২টায় গাড়ি চলাচল শুরু করে সাজেক সড়কে।

ঢাকা থেকে সাজেক বেড়াতে আসা মাহির ফয়সাল বলেন, 'আমরা ১৬ জনের একটি টিম ঢাকা থেকে সাজেক বেড়াতে এসেছি। পাহাড় ধ্বসে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় আমরা বাঘাইহাট সেনা জোন এলাকায় অবস্থান করেছিলাম। ইতোমধ্যে সেনাবাহিনীর সহযোগিতায় সড়কে ধ্বসে পড়া মাটি সরানো হয়েছে। দুপুর ২টার দিকে গাড়ি চলাচল শুরু হয়েছে এবং আমরা সাজেক আসতে পেরেছি। এজন্য সেনাবাহিনীকে আমরা ধন্যবাদ জানাচ্ছি।'

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ন দেব বর্মন বলেন,‌ ‘পাহাড় ধ্বসে বাঘাইহাট-সাজেক সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। এতে প্রায় ৪ হাজার পর্যটক ভোগান্তিতে পড়েছিল। সেনাবাহিনীর আন্তরিক সহযোগীতায় সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এজন্য সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ।'

এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বুধবার ভোর রাতে বাঘাইহাট-সাজেক সড়কের নন্দারাম এলাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। খবর পাওয়া মাত্রই সেনা সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে সড়কের মাটি সরিয়ে দুপুর ২টায় যান চলাচল স্বাভাবিক করে। সেনাবাহিনী অত্র অঞ্চলের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সর্বদা জনগণের পাশে ছিল এবং তা অব্যাহত থাকবে।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: