‘ইসির নির্দেশনা সাংবিধানিক ভাবে মানতে বাধ্য সরকার’

প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ০৪:২৭ পিএম

নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) যা বলবে ‘সরকারি দলের প্রতি আবেদন হচ্ছে তারা তো দেশ চালায়। তারা মানতে আরো বাধ্য। আমরা যেটা বলবো সাংবিধানিকভাবে সেটা মানা তাদের দায়িত্ব। এছাড়া সরকারি দল হিসেবে মানতে বাধ্য'। বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, মো. আলমগীর বলেন, ‘সরকারি দলের প্রতি আবেদন হচ্ছে তারা তো দেশ চালায়। তারা মানতে আরো বাধ্য। আমরা যেটা বলবো সাংবিধানিকভাবে সেটা মানা তাদের দায়িত্ব। এছাড়া সরকারি দল হিসেবে মানতে বাধ্য। সংসদ সদস্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বার্তা দিয়েছি। আমরা আশাকরি যে আপনার দলীয় নেতাকর্মীদের যেন আচরণ বিধি লঙ্ঘন না করে সে বার্তা দেওয়ার জন্য সংশ্লিষ্ট দলের শীর্ষস্থানীয় নেতাদের পাঠিয়েছি।’

ইসির সাবেক এই সচিব বলেন, ‘জেলা প্রশাসক, পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। কমিশন আচরণ বিধি লঙ্ঘন মেনে নিতে রাজি নয়। প্রশাসন তারা আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। তারা যদি সেটা নিতে ব্যর্থ হয়, তবে আমাদের কিন্তু নির্বাচন কর্মকর্তা একটা আইন রয়েছে, আমরা সেই আইন প্রয়োগ করতে পিছপা হবো না।’

আইন প্রণেতারাই তো আচরণ বিধি ভঙ্গ করছেন, তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এই বললাম আমরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের বলছি সে যেই হোক না কেন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হোক আর ভোটারই হোক, প্রার্থী হোক বা যেই হোক না কেন, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে তারা ব্যবস্থা নেবেন। কোনোক্রমেই যেন আর আচরণ বিধির লঙ্ঘন না ঘটে। আর দুই নম্বর হলো আমরা যেটা বলেছি, নির্বাচন কর্মকর্তাদের জন্যও কিন্তু আইন রয়েছে। যারা এই দায়িত্ব পালন করবেন যদি দেখা যায় যেকোনো এলাকার কোনো কর্মকর্তা তার নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন করার ক্ষেত্রে অবহেলা করছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

জাতীয় পার্টির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘আমরা ইতিমধ্যে ডিসি, এসপিকে নির্দেশ দিয়েছি তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য। রিপোর্ট পাওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থা নেবো। আমরা কড়া নির্দেশ দিয়েছি মাননীয় সংসদ সদস্যরা যদি নির্বাচনি আচরণ বিধি লঙ্ঘন করেন তাদের বলতে যে, তাদের বলতে হবে আপনি নির্বাচনি এলাকায় থাকতে পারবেন না। কেননা, সংসদ সদস্যরা তো জেলা পরিষদ নির্বাচনের ভোটারও নন। অতত্রব, ভোটার হিসেবে থাকারও কোনো সুযোগ নাই।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: