স্কুলছাত্রীকে অপহরণের পর মাস ব্যাপি ধর্ষণ, প্রধান আসামী গ্রেফতার
মো. জাকির হোসেন, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) থেকে: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অষ্টম শ্রেণীর ছাত্রীকে (১৪) অপহরণ করে ঢাকার বিভিন্ন স্থানে রেখে মাস ব্যাপি ধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামী মাজারুল ইসলাম সজীব (২০) কে শুক্রবার সকালে তার নিজ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সে পার্শ্ববর্তী নরসিংদির মাধবদী থানার চৌদ্দ পাইকা গ্রামের গোলজার হোসেনের পুত্র।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আড়াইহাজার উপজেলার বাজবি গ্রামের বাসিন্দা মাসুদের মেয়ে দুপ্তারা সেন্ট্রাল করোনেশন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর উক্ত ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে অভিযুক্ত সজীব উত্যক্ত ও প্রেম নিবেদন করে আসছিল। গত ৬ সেপ্টেম্বর দুপুর ২ টার দিকে উক্ত ছাত্রী স্কুল থেকে বাড়ি ফিরার পথে সজীব তাকে রাস্তা থেকে সিএনজি যোগে অপহরণ করে নিয়ে যায়। সে ছাত্রীকে মাসব্যাপি ঢাকার বিভিন্ন স্থানে রেখে ধর্ষণ করে। ২ অক্টোবর ধর্ষিতা কৌশলে সজীবের কবল থেকে পালিয়ে এসে ঘটনার বিস্তারিত পরিবারের লোকজনদেরকে বলে। পরে ধর্ষিতার মামা মাহাবুর হাসান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক হাওলাদার জানান, মামলা গ্রহনের সাথে সাথেই প্রধান আসামীকে গ্রেফতার করা হয়েছে। কয়েকজন সহযোগী আসামী রয়েছে। তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: