ফরিদপুরে প্রায় ৩ মন ইলিশ মাছ জব্দ করলো ভ্রাম্যমাণ আদালত

প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ০৫:৪৪ পিএম

ফরিদপুরের সদরপুর উপজেলায় বিভিন্ন বাজারে প্রজণনক্ষম ইলিশ সংরক্ষণ অভিযানে ১'শ ১৪কেজি ইলিশ মাছ জব্দ করেছে ভ্রম্যমান আদালত। আজ শুক্রবার (৭ অক্টোবর) উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তারের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস কর্মকর্তা এস.এম. মাহমুদুল হাসান। জানা যায়, উপজেলার গাবতলা, কালীখোলা ও বাবুরচর বাজারে অভিযান চালিয়ে ১'শ ১৪কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এসময় জব্দকৃত ইলিশ মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা মাদ্রাসায় প্রদান করা হয়।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর ৩(চ) ধারা লঙ্ঘণ করায় ৫ এর ১ ধারায় মাছ বেচাকেনার দায়ে এক ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে সহযোগিতা করেন অফিসের কর্মচারীগণ। এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানিয়া আক্তার। তিনি প্রজণনক্ষম ইলিশ সংরক্ষণের জন্য ব্যবসায়ীদের মাঝে নির্দেশনামূলক বার্তা প্রদান করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: