এক বছরের সাজার ভয়ে পালিয়ে ছিলেন ১৩ বছর, অবশেষে ধরা

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১২:১২ এএম

যৌতুক মামলায় ২০০৯ সালে এক বছরের সাজা হয়েছিলো বাদল আলীর (৩৮)। আর সেই সাজা থেকে বাঁচতেই ছিলেন দীর্ঘ ১৩ বছর পালাতক। তবে এতকিছুর পরেও রক্ষা মেলেনি। গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে অভিযান চালিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীহাটী এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব।

এ সময় তার সাথে আব্দুর রশিদ (২৮) নামের আরেক ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়। সাজাপ্রাপ্ত বাদল শিবগঞ্জের মরাসটোলা গ্রামের কালু মন্ডলের ছেলে এবং রশিদ মোড়লপাড়া গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। গ্রেফতারকৃতদের গতকাল শুক্রবার (৭ অক্টোবর) শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানি উপঅধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: