নন্দীগ্রামের সেই প্রধান শিক্ষকের পাশে এমপি মোশারফ হোসেন

প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ০৬:৩৪ পিএম

বগুড়ার নন্দীগ্রামের সেই অসহায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের পাশে দাঁড়ালেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন। শনিবার (৮ অক্টোবর) দুপুরে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদকে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (বিজরুল) দেখতে যান। এসময় তাকে নগদ অর্থসহ বিভিন্ন ব্যবহারের সামগ্রী ও ফলমুল দেন সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

নন্দীগ্রামের কুন্দারহাট বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে পড়ে থাকা অসহায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ গত প্রায় দুই বছর যাবৎ মানবতর জীবনযাপন করছিল। পরে বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিফা নুসরাত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

আব্দুর রশিদ ৪টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে চাকুরি করেছেন। এছাড়া তিনি ৮০ দশকে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ছিলেন। সব হারিয়ে দীর্ঘ প্রায় দুই বছর ধরে ৮৮ বছর বয়সি এই বৃদ্ধ খেয়ে না খেয়ে দিন কাটায় কুন্দারহাট বাসস্ট্যান্ডের যাত্রীছাউনির মেঝেতে।

এ বিষয়ে সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, অমি গনমাধ্যমে আব্দুর রশিদ স্যারের নিউজ দেখেছি। দেশের বাহিরে থাকার কারণে স্যারের পাশে আসতে একটু বিলম্ব হয়েছে। তবে স্যারের আপদে বিপদে পাশে থাকার অঙ্গীকার করছি।

সেসময় সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের সাথে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক হাসেম আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: