আহমদীয়া মুসলিম জামা’তের যুব সংঠনের ৫০তম বার্ষিক ইজতেমা অনুষ্ঠিত

মহানবীর (সা.) অতুলনীয় জীবনাদর্শ বিশ্বময় ছড়িয়ে দেয়ার বার্তা দিয়ে শেষ হল আহমদীয়া মুসলিম জামাতের স্বেচ্ছাসেবী যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের ৫০তম সুবর্ণ জয়ন্তী ইজতেমা ও ক্রীড়া প্রতিযোগিতা।
আহমদীয়া মুসলিম জামা’তের স্বেচ্ছাসেবী যুব সংগঠন মজলিস খোদ্দামুল আহমদীয়া বাংলাদেশের ৫০তম সুবর্ণ জয়ন্তী ইজতেমা ৭-৯ অক্টোবর পঞ্চগড় শহরের উপকন্ঠে আহমদনগরে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। ইজতেমার কার্যক্রম শুরু হয় ৭ অক্টোবর সকাল ৭টায় জাতীয় পতাকা ও খোদ্দামুল আহমদীয়ার সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে। এসময় সকলে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন করেন। পতাকা উত্তোলনের পর মোনাজাত করা হয়। ইজতেমার উদ্বোধনী অনুষ্ঠান পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। উদ্বোধনী ভাষণ প্রদান করেন আহমদীয়া ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী এবং সংগঠনের প্রধান মুহাম্মদ জাহেদ আলী। সুবর্ণ জয়ন্তী ইজতেমা উপলক্ষ্যে বিশ্ব আহমদীয়া খলীফা বাণী প্রেরণ করেন। তিনি তার বাণীতে বলেন ‘আমরা যেন একে অপরের সাথে দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করি এবং ভালবাসা ও সম্প্রীতির সাথে জীবন যাপন করি। খিলাফতের ঐশী নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর প্রতি সত্যিকারের ভালবাসা এবং তাঁর সন্তুষ্টি অর্জনকেই একমাত্র লক্ষ্য মনে করে মানবতার সেবা করার চেষ্টা করা উচিত।’
ইজতেমায় রক্তদান কর্মসচী, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা সেবা সহ বিভিন্ন সেবামূলক ব্যবস্থা রাখা হয়। ৮ অক্টোবর একটি পরিচিতিমূলক অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যান, কাউন্সিলর এবং সাংবাদিক বৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এতে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ সাজ্জাদুর রহমান, পঞ্চগড় বেংহারী ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ সাহেব আলী, বহি:সম্পর্ক, গণসংযোগ, প্রেস ও মিডিয়া বিভাগের পরিচালক আলহাজ্জ আহমদ তবশির চৌধুরী, আহমদীয়া মুসলিম জামাত, বাংলাদেশের ন্যাশনাল আমীর আলহাজ্জ মওলানা আব্দুল আউয়াল খান চৌধুরী এবং মজলিস খোদ্দামুল আহমদীয়া, বাংলাদেশের প্রধান মুহাম্মদ জাহেদ আলী শুভেচ্ছা বক্তব্য রাখেন।
ইজতেমায় বক্তাগণ বলেন-আহমদীয়া যুব সংগঠনের মটো হচ্ছে, ‘যুবকদের সংশোধন ব্যতিরেকে জাতিসমূহের সংশোধন সম্ভব নয়।’ তারা আরো বলেন, যুবকরা জাতির মেরুদণ্ড, তাদেরকে সমস্ত নেশাদ্রব্য পরিত্যগ করে দেশ ও জাতির মঙ্গলে এগিয়ে আসতে হবে। আহমদী যুবকরা কখনো জঙ্গী এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত হয় না। তাদের মধ্যে একজনও জঙ্গী পাওয়া যাবে না। আহমদীয়া মসলিম জামাতের ১৩০ বছরের ইতিহাস এর স্বাক্ষী। ‘ইজতেমায় ‘সুস্থ দেহে সুস্থ মন’ এই লক্ষ্যে যুবক-কিশোরদের জন্য বিভিন্ন খেলাধুলা ও ঘোড়া দৌড় প্রশিক্ষনেরও ব্যবস্থা ছিল।
৯ অক্টোবর ইজতেমার সমাপ্তি অধিবেশনে মহানবী (সা.) এর জীবনাদর্শ তুলে ধরে সবাইকে মহানবীর আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনার আহ্বান জানানো হয়। বিশ্বের শান্তি কামনা করে মোনাজাতের মাধ্যমে ইজতেমার সমাপ্তি ঘটে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: