উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব মারা গেছেন

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১১:০০ এএম

ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব মারা গেছেন। আজ সোমবার (১০ অক্টোবর) সকালে নয়া গুরুগ্রামে মেদান্ত হাসপাতালে মারা যান তিনি। খবর দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের।

৮৩ বছর বয়সী এই নেতা কিডনি, ফুসফুসসহ বিভিন্ন ধরনের অসুখে ভুগছিলেন। গেল সপ্তাহে অসুস্থতা বাড়ায় তাকে মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার আরও অবনতি হলে রোববার সন্ধ্যায় তাকে আইসিইউতে পাঠানো হয়। সোমবার ওই হাসপাতালেই মৃত্যু হয় তার।

সমাজতান্ত্রিক রাজনীতি দিয়ে ক্যারিয়ার শুরু করলেও লোক দল, জনতা পার্টির মতো রাজনৈতিক দলের সাথেও যুক্ত হন তিনি। ১৯৯২ সালে সমাজবাদী পার্টি প্রতিষ্ঠা করেন মুলায়ম সিং যাদব। তিন দফায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন বর্ষীয়ান এই নেতা। ১৯৯৬ থেকে ১৯৯৮ পর্যন্ত কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন। ২০০৯ সাল থেকে আমৃত্যু লোকসভার সদস্য ছিলেন উত্তরপ্রদেশের রাজনীতিতে নেতাজি বলে পরিচিত মুলায়ম সিং যাদব।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: