খালেদা জিয়ার নির্বাচন করার সুযোগ নেই: আইনমন্ত্রী

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ০৬:০৯ পিএম

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী সংসদ নির্বাচনে আইন অনুসারে দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অংশগ্রহণের সুযোগ নেই। সোমবার (১০ অক্টোবর) দুপুরে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সহকারী জজদের ৪৭তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

‘আনিসুল হক বলেন, খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত। আইনের বিধান অনুসাতে তার নির্বাচনে বাধা রয়েছে। আইনে সুযোগ থাকে তবে তিনি নির্বাচন করতে পারবেন। আইন যদি তাকে সে সুযোগ না দেয়, তাহলে তিনি নির্বাচন করতে পারবেন না। তবে আমার মনে হয় তিনি নির্বাচন করতে পারবেন না।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, খালেদা জিয়া আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত। বিএনপির সেক্রেটারি অনেক দেশীয় আইন মানেন না। তাদের পক্ষে অনেক রকম কথা বলাটা অস্বাভাবিক নয়। এ সময় তিনি সংবিধানের নির্বাচনে অযোগ্যতা সংক্রান্ত ৬৬নং অনুচ্ছেদ তুলে ধরেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: