ছুরিকাঘাতে নিহতের ঘটনায় দুই জনকে গ্ৰেপ্তার করেছে পুলিশ

প্রকাশিত: ১০ অক্টোবর ২০২২, ১১:৩০ পিএম

আব্দুল বাশির, চাঁপাইনবাবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই জনকে গ্ৰেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি টিম। রোববার (৯ অক্টোবর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। আটক ব্যক্তিরা হলো- শিবগঞ্জ উপজেলার পলাশবাড়ি গ্ৰামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে লালচান (৩২) ও একই উপজেলার চাকলা ডুবলিপাড়া গ্ৰামের আব্দুস সামাদের ছেলে রুবেল (২৬) কে গ্ৰেপ্তার করে পুলিশ।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, ছুরিকাঘাতে হত্যার ঘটনায় দুই জনকে গ্ৰেফতার করা হয়েছে। আর হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি ও নিহত ব্যক্তির ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দুইজন হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে স্বীকার করেছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ অক্টোবর) ভোর পোনে ৫টার দিকে বেলালবাজার-আড়গাড়া সড়কের কুইচ্চাগাড়া নামক স্থানে ডাকাতির কবলে পড়ে ছুরিকাঘাতে নিহত হয়। সে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধুমানীনগর গ্ৰামের রফিকুল ইসলামের ছেলে আসগার আলী ওরফে জুয়েল (৩৫) কে হত্যা করে পালিয়ে যায় ডাকাতরা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: