দিনব্যাপী সুপেয় পানি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ঢাবিতে

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ০৬:৫৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘Governing Community Drinking Water Systems in Southwestern Bangladesh: The Case Study of Community Management Plus Model’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের উদ্যোগে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি।

প্রধান অতিথির বক্তব্যে এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম, এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বর্তমান সরকার দেশে সুপেয় পানি ব্যবস্থাপনা উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এই সেমিনার এক্ষেত্রে একটি কার্যকর দিকনির্দেশনা দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিভিন্ন সমস্যা সমাধানে যৌথ সহযোগিতামূলক গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বারোপ করে বলেন, গবেষণার সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা আরও জোরদার করতে হবে। বাংলাদেশে সুপেয় পানি ব্যবস্থাপনা উন্নয়নে এই সেমিনার কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিন ব্যাপী ওই সেমিনারটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ বদরুল হাসান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লিয়াকত আলী খান আলোচনায় অংশ নেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামান, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী এবং নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি মি. ফলকার্ট ডি জাগার বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনং স্বাগত বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: