প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত

মোঃ হাবিবুর রহমান

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় পূবালী ব্যাংকের উপশাখা উদ্বোধন

   
প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০২২

নড়াইলের লোহাগড়া উপজেলায় পূবালী ব্যাংক লিমিটেডের ১০৮তম উপশাখার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় লোহাগড়া বাজারের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ উপশাখাটির উদ্বোধন করা হয়।

নড়াইল শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার চন্দ্র শেখর রায়ের সভাপতিত্বে ও খুলনা আঞ্চলিক প্রিন্সিপাল অফিসার শেখ আবু শামীমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চল প্রধান উপব্যবস্থাপাক মোহাম্মদ আরিফুর রহমান স্বাগত বক্তব্য দেন। উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উপশাখাটির উদ্ধোধন করেন পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চল প্রধান উপব্যবস্থাপক মোহাম্মদ আরিফুর রহমান।

এসময় লোহাগড়া পৌর মেয়র সৈয়দ মসিয়ুর রহমান,পূবালী ব্যাংক লিমিটেড খুলনা আঞ্চলিক উপ-মহাব্যবস্থাপক নান্না সিকদার, লোহাগড়া উপশাখার ব্যবস্থাপক খান এমরান হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি ফয়জুল হক রোম, বীর মুক্তিযোদ্ধা এম এম গোলাম কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, শিক্ষক, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে পূবালী ব্যাংক লিমিটেড খুলনা অঞ্চল প্রধান উপব্যবস্থাপাক মোহাম্মদ আরিফুর রহমান বলেন, পূবালী ব্যাংক অতিদ্রুত সময়ে গ্রাহকদের সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: