ভারতীয় ক্রিকেট বোর্ডে গাঙ্গুলী যুগের অবসান, দায়িত্বে আসছে নতুন মুখ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি পদের মেয়াদ ফুরিয়ে আসছে। সৌরভ গাঙ্গুলীর জায়গায় নতুন সভাপতি হতে চলেছেন ১৯৮৩ বিশ্বকাপ জয়ী টিম ইন্ডিয়ার অলরাউন্ডার রজার বিনি। ভারতীয় সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া(পিটিআই) পরিবেশিত এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। ২০১৯ সাল থেকে বিসিসিআইর সভাপতির দায়িত্ব পালন করছেন গাঙ্গুলী।
১৮ অক্টোবর মুম্বাইতে বিসিসিআইয়র বার্ষিক সাধারণ সভায় বোর্ডের দায়িত্ব নিবেন বিনি। ১৯৮৩ সালের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট-শিকারি ছিলেন ৬৭ বছর বয়সী বিনি। বিসিসিআইর সচিব হিসেবে বহাল থাকবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর ছেলে জয় শাহ। যা বোর্ডের সবচেয়ে প্রভাবশালী পদ। বোর্ডের সহ-সভাপতি পদে থাকবেন রাজীব শুক্লা।
আগামী ১১ ও ১২ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের তারিখ নির্ধারণ করেছে বিসিসিআই। মনোনয়ন প্রত্যাহারের শিষ দিন ১৪ অক্টোবর। প্রত্যাহার করা যাবে মনোনয়ন। সভাপতি, সহ-সভাপতি, সচিবসহ ৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বিনি ছাড়া এবার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন অরুণ সিং ধুমাল এবং রোহন জেটলি।
একটি সূত্র মতে ইন্টারন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান পদে নাম প্রস্তাব করা হতে পারে গাঙ্গুলীর। অবশ্য এজন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: