নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার: চাঁদপুরে ১০ জেলে গ্রেপ্তার

নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে ইলিশ শিকারের অপরাধে ১০ জেলেকে আটক করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) ভোর রাতে সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মেঘনা নদী এলাকা থেকে তাদেরকে আটক করে নৌ পুলিশ।
পুলিশ জানায়, উৎপাদন বাড়াতে ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সব ধরনের মৎস্য আহরণ নিষিদ্ধ করেছে সরকার। এর প্রেক্ষিতে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ সীমানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৬ হাজার মিটার কারেন্ট জাল ও ৩টি নৌকাসহ ১০ জেলেকে আটক করা হয়েছে। আটককৃতদের মৎস্য আইনে মামলা দিয়ে কোর্টে প্রেরন করা হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, ইলিশ রক্ষায় চাঁদপুরের পদ্মা-মেঘনা নৌ সীমানায় অভিযান অব্যাহত রয়েছে। জেলেরা যাতে নদীতে মাছ শিকার করতে না পারে, সেজন্য নৌ পুলিশের বিভিন্ন ইউনিট সার্বক্ষণিক টহল দিচ্ছে।
সালাউদ্দিন/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য: