গোপালপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই প্রার্থীসহ ৮ জন আহত

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৪:১৯ পিএম

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ঝাওয়াইল ও হেমনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন আজ বুধবার (১২ অক্টোবর) অনুষ্ঠিত হয়। সকাল সাতটায় হেমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মীসমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে ৮জন আহত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় নৌকা প্রার্থী আনিসুর রহমান হীরা এবং স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া প্রতীক) গোলাম রোজ তালুকদারের (ইউনিয়ন বিএনপির আহবায়ক) কর্মী সমর্থকরা কেন্দ্রে প্রভাব খাটানো শুরু করলে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষ লাঠিসোটা নিয়ে শক্তি লড়াইয়ে নামে। এতে দুই চেয়ারম্যান প্রার্থী আহত হন।

আশপাশের কয়েকটি দোকান ও ভাংচুর হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। ওসি মোশারফ হোসেন জানান, কেন্দ্র এজেন্ট দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: